বেসিক জার্নালিজম ও ডিজিটাল স্টোরি এন্ড পডকাস্ট’ কর্মশালা
নওগাঁয় সিএসও এবং সুশীল সামাজ সংগঠনের প্রতিনিধিদের নিয়ে ২দিন ব্যাপি বেসিক জার্নালিজম ও ডিজিটাল স্টোরি এন্ড পডকাস্ট’ কর্মশালা সম্পন্ন হয়েছে।
নওগাঁ সদরের মাষ্টারপাড়ার রানি এনজিও অফিসে (২০ও ২১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী চলে এ কর্মশালা। এতে বেসিক জার্নালিজম,ডিজিটাল স্টোরিটেলিং, সোশাল মিডিয়ায় সাংবাদিকতা ও পটকাস্ট এবং ২য় দিনে বেসিক জার্নালিজম,নাগরিক সাংবাদিকতা ও মোবাইল সাংবাদিকতা,ভিডিও এডিটিংসহ নানা বিষয়ে ট্রেনার হিসেবে আলোচনা করেন দৈনিক সমকাল এর নিউজ এডিটর গৌতম মন্ডল ও দৈনিক প্রথম আলোর কন্টেন ক্রিয়েটর মিনহাজুল আবেদীন রিয়াজ চৌধুরী।
নওগাঁ সদর, সাপাহার ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন সুশীল সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এ কর্মশালায় অংশ নেন।
স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা বরেন্দ্র একশন এইড বাংলাদেশ’র সহযোগিতায় বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার (বিজেম) এর আয়োজন করেছে।
এই আয়োজনে সহযোগিতা করেছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং একশন এইড বাংলাদেশ। কর্মশালায় বেসিক জার্নালিজম এবং ডিজিটাল স্টোরিটেলিং, সোশাল মিডিয়া,নাগরিক সাংবাদিকতা ও পডকাস্টসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন রানি এনজিও’র নির্বাহী পরিচলক ফজলুল হক খান,দেশ টিভি ও সমকল জেলা প্রতিনিধি কজী কামাল, নাগরিক টিভির জেলা প্রতিনিধি সুমন হোসেন ও বিডিও-সুশীল প্রকল্পের জেলা সমন্বয়কারী শামসুল হক সহ আরো অনেকে।

সাপাহর (নওগাঁ) প্রতিনিধি: