বানারীপাড়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু
বরিশালের বানারীপাড়ায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে জয়নব বিবি (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদবাড়ি গ্রামের বাসিন্দা নুর হোসেন সিকদারের স্ত্রী।
জানাগেছে, গত মঙ্গলবার ( ২৪ সেপ্টেম্বর) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে জয়নব বিবিকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি মারা যান।

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি