প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৩:০৬
ভারতে মহানবী (সা:) অবমাননার প্রতিবাদে

সৈয়দপুরে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিক্ষোভ মিছিল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিক্ষোভ মিছিল

ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও মন্ত্রী নিতেশ রানে কর্তৃক মহানবী (সা:) এর অবমাননার প্রতিবাদে নীলফামারী সৈয়দপুর আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। 

শুক্রবার বাদ নামাজে জুমা শহরের শহীদ স্মৃতি অম্লান চত্বর (জিআরপি মোড়) থেকে  হতে  বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এতে শহরের বিভিন্ন মসজিদ,পাড়া মহল্লা থেকে শত শত আশেকে রাসুল, বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, আলেম উলেমা, পীর মাশায়েকসহ শত শত ধর্মপ্রাণ মুসলমানেরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জিআরপি মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আসিফ আশরাফী, মাওলানা ইমরান হাবিব আশরাফী, মাওলানা সাজ্জাদ, মমতাজ রাসুল সোলাইমানী, মাওলানা রিদওয়ান আল কাদেরী,মাওলানা মোহাম্মাদ আলী মিসবাহী, খালিদ আজম আশরাফী প্রমুখ। 

এ সময় আহলে সুন্নাতের আজহার সুলতান রিজভী, নাদিম আশরাফী, আনোয়ার রেজা আশরাফী, আরমান কাদেরী আত্তারী, সৈয়্যদ আব্দুল্লাহ পাপ্পু বাখশি, হায়দার এমাদী, মো. শাহিদ কাদেরী, নেজাম আশরাফী, খলিফা মইজুল মোখতারীসহ বিভিন্ন মতের শত শত মুসল্লী উপস্থিত ছিলেন।

বক্তারা, ভারতে পুরোহিত কর্তৃক মহানবী (সা:) এর অবমাননার তীব্র প্রতিবাদ জানান। সেই সঙ্গে  অবিলম্বে তাদের কঠোর শাস্তি দাবি করেন। এছাড়া অন্তর্বতীকালীণ সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদের জানানোর আহবান জানান বক্তারা। 

উপরে