প্রকাশিত : ১ অক্টোবর, ২০২৪ ১৩:৫৫

গাইবান্ধায় তিন সাঁওতাল হত্যার বিচার দাবিতে আদিবাসী সমাবেশে

অনলাইন ডেস্ক
গাইবান্ধায় তিন সাঁওতাল হত্যার বিচার দাবিতে আদিবাসী সমাবেশে
সাঁওতাল হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর, নির্যাতনের বিচার, ক্ষতিপূরণ প্রদানসহ ৭ দফা দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাঁওতালরা।
 
সোমবার বেলা ১১টায় গোবিন্দগঞ্জ উপজেলায় সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ ও আদিবাসী বাঙালি সংহতি পরিষদের যৌথ উদ্যোগে এই সমাবেশ হয়।
 
উপজেলার মাদারপুর, জয়পুর গ্রামসহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আদিবাসীরা তীর-ধনুক, ব্যানার-ফেস্টুনসহ মিছিল নিয়ে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের কাটামোড় এলাকায় সমবেত হন। সেখানে ঘণ্টাব্যাপী সমাবেশ করেন তারা। সমাবেশে সভাপতিত্ব করেন সাহেবগঞ্জ বাগদা ফার্ম সংগ্রাম কমিটির  সভাপতি ও জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ফিলিমন বাস্কে। বক্তব্য দেন মানবাধিকারকর্মী শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস, লেখক ও গবেষক পাভেল পার্থ, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কী
 
সমাবেশে আরো বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নরেন চন্দ্র পাহান, সাংগঠনিক সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, তথ্য গবেষণা সম্পাদক মানিক সরেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খোকন সুইটেস মুরমু, বগুড়া জেলা শাখার সভাপতি শ্রী সন্তোস সিং (বাবু), নাটোর জেলার সভাপতি রঘুনাথ এক্কা, রংপুর জেলা শাখার সভাপতি কৃষিবিদ বিমল খালকো, প্রবীর চক্রবর্তী, গোলাম রব্বানী মুসা, স্বপন শেখ, প্রিসিলা মুরমু সহ আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অনিল গজাড় প্রমুখ।
 
বক্তারা বলেন, তিন সাঁওতাল হত্যাকান্ডের ৭ বছর পেরিয়ে গেছে। আজও বিচারকাজ শুরু হয়নি। সরকারের পক্ষ থেকে সাঁওতালদের পুনর্বাসনসহ নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু তা বাস্তবায়ন হয়নি।
 
বক্তারা বিরোধপূর্ণ জমিতে ইপিজেড নির্মাণ কার্যক্রম বন্ধ, তিন সাঁওতাল হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, সাঁওতাল-বাঙালিদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, বাপ-দাদার জমি ফেরতসহ সাত দফা বাস্তবায়নের দাবি জানান।
 
উপরে