আটোয়ারীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা
পঞ্চগড় প্রতিনিধি:
“কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ ” প্রতিপাদ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে জাতীয় শিশুকন্যা দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ সভার আয়োজন করে ।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুণা কান্ত রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আলোয়াখোয়া মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী ও সাবেক ইউপি সদস্য নূরীমা আক্তার প্রমুখ।