শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাকিমপুরে প্রস্তুতিমুলক সভা
হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে ইউএনও অমিত রায়ের সভাপতিত্বে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) হাকিমপুর, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) এসএম জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেন, উপজেলা আনসার ভিডিপি'র টিআই আরিফ হোসেন, ফায়ার সার্ভিস ইনচার্জ মিজানুর রহমান মিজান, হাকিমপুর থানা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, জামায়াতে ইসলামী হাকিমপুর শাখা আমীর আমিনুল ইসলাম, থানা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি জনার্দন চন্দ্র রায়সহ উপজেলার ২১টি পুজা মন্দিরের সভাপতিগণ।