শাজাহানপুরে দুর্গাপূজা উদযাপন প্রশাসনের প্রস্তুতি সভা
বগুড়ার শাজাহানপুরে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ্সিয়া তাবাসসুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার দ্বায়িত্বরত সেনা কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াদুদ আলম ওয়াদুদ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান ভূইয়া,উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক শাহিন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ,উপজেলা জামায়াতের আমীর আব্দুল লতিফ প্রামানিক, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ শহিদুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শফিকুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের সভাপতি তপু কুমার তাপস, সাধারণ সম্পাদক মানিক চন্দ্র, ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা ও থানা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পূজা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বছর উপজেলায় ৪৮টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সভায় বক্তারা দুর্গাপূজা সময় মন্দিরে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা,মাদক ব্যবহার রোধ,স্বেচ্ছাসেবক রাখার সিদ্ধান্ত নিয়ে আসন্ন দুর্গাপূজাকে উৎসবমুখর ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করেন।