প্রকাশিত : ২ অক্টোবর, ২০২৪ ১৪:৩৬

কাহালুতে স্বেচ্ছাসেবকদলের শুভেচ্ছা মিছিল

কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
কাহালুতে স্বেচ্ছাসেবকদলের শুভেচ্ছা মিছিল

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব  মো. মোশারফ হোসেন কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা স্বেচ্ছাসেবকদলের আংশিক কমিটির সরকার মুকুল সভাপতি, রাকিবুল ইসলাম শুভ সাধারণ সম্পাদক ও সাইদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে মঙ্গলবার বগুড়ার কাহালু উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদলের যৌথ উদ্যোগে এক শুভেচ্ছা মিছিল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

উক্ত শুভেচ্ছা মিছিলে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, যুগ্ম আহবায়ক মোহাম্মাদ আলী সুমন, মিলন সরদার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আবুল কালাম আজাদ, সদস্য সচিব ফাহিম আহম্মেদ সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক শামীম আহম্মেদ, যুগ্ম আহবায়ক আল আমিন, তানভির আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাকিব ইমতিয়াজ শাওন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা আমীর রেজওয়ান স্বাধীন, পৌর স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু জ্বর আল গেফারী, যুগ্ম আহবায়ক নাজমুস শাহাদত নয়ন, কাহালু পৌর ছাত্রদলের সভাপতি ফাহিম আহম্মেদ রাসেল, সাধারণ সম্পাদক রিমন রাহাদ সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। 

 

উপরে