বড়পুকুরিয়া কয়লা উত্তোলনের ফলে সৃষ্ঠ ভূ-কম্পন জনিত কারণে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক বিতরণ অব্যাহত
দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড কর্তৃক কয়লা উত্তোলনের ফলে সৃষ্ট ভূ-কম্পন জনিত কারণে অধিগ্রহনকৃত এলাকার বাইরে অবস্থিত ক্ষতিগ্রস্থ গ্রাম সমূহের অধিবাসীদের ক্ষতিপূরণ বাবদ চেক বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর ) দুপুরে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড এর ব্যবস্হাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম। গত ২২ সেপ্টেম্বর থেকে ক্ষতিগ্রস্হদের মাঝে চেক বিতরণ শুরু হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে বড়পুকুরিয়া এলাকার বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড কর্তৃক কয়লা উত্তোলনের ফলে সৃষ্ট ভূ-কম্পন জনিত কারণে অধিগ্রহনকৃত এলাকার বাইরে অবস্থিত ক্ষতিগ্রস্থ গ্রাম সমূহের অধিবাসীদের ক্ষতিপূরণ বাবদ চেক বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড এর এমডি প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম। চেক বিতরণ কার্যক্রম ২ সপ্তাহ ধরে চলবে বলে জানা যায়।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড সূত্রে জানা যায়, কয়লা উত্তোলনের ফলে সৃষ্ঠ ভূ-কম্পন জনিত কারণে অধিগ্রহণকৃত এলাকার বাইরে অবস্থিত ১৪শ’ ৪৬ টি পরিবারের ৭ হাজার ৭শ’টি পাকা, আঁধাপাকা ও কাঁচাঘর বাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে পাকা, আঁধাপাকা ঘরের জন্য ১০ হাজার টাকা ও কাঁচা ঘরের জন্য ৮ হাজার টাকা ও গেডাউনের জন্য ২৫ হাজার টাকা হারে সর্বমোট ৭ কোটি ৬৯ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদান করা হচ্ছে। দু সপ্তাহ ধরে এই ক্ষতিপূরণের টাকা চেকের মাধ্যমে ক্ষতিগ্রস্থ মানুষের মধ্যে প্রদান করা হবে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে পার্বতীপুর বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানীর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়লা উত্তোলনের ফলে সৃষ্ঠ ভূ-কম্পন জনিত কারণে অধিগ্রহণকৃত এলাকার বাইরে অবস্থিত ক্ষতিগ্রস্থ গ্রামসমূহের অধিবাসীদের মাঝে ক্ষতিপূরণ বাবদ চেক প্রদান করা হচ্ছে ।