প্রকাশিত : ৩ অক্টোবর, ২০২৪ ১৪:১৭

পোরশায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হারুন আটক

পোরশা (নওগাঁ) প্রতিনিধি :
পোরশায় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হারুন আটক

নওগাঁর পোরশা উপজেলার মর্শিদপুর ইউপি চেয়ারম্যান ও মর্শিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ পুলিশের হাতে আটক হয়েছেন।

গত বুধবার সন্ধায় উপজেলার শিশা বাজার থেকে তাকে আটক করে থানা পুলিশ। নওগাঁ জেলা সদরের একটি মামলায় তাকে আটক করা হয়েছে বলে জানাগেছে।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিক জানান, নওগাঁ সদরের একটি মামলায় তাকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

উপরে