ঘোড়াঘাটে ২ আ.লীগ নেতা গ্রেফতার
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে সেনাবাহিনীর হাতে ২আওয়ামীলীগ নেতা গ্রেফতার হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ সেনাবাহিনীর টহল টিম ঘোড়াঘাট পৌরতে অভিযান চালায়।
ওই সময় ঘোড়াঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি ইউনুস আলী মন্ডলকে পৌর বাজার আজাদ মোড় থেকে ও ঘোড়াঘাট পৌর ৮নং ওয়ার্ডের চকবামুনিয়া বিশ্বনাথপুর গ্রামের আওয়ামীলীগ নেতা আবু সাঈদকে তার বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর টহল টিম তাদেরকে কি কারণে গ্রেফতার করেছে তা জানা যায়নি।