প্রকাশিত : ৫ অক্টোবর, ২০২৪ ১৫:১৯

সাবেক খাদ্যমন্ত্রী আটকের খবরে পোরশায় বিএনপির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
সাবেক খাদ্যমন্ত্রী আটকের খবরে পোরশায় বিএনপির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
আওয়ামী লীগ সরকারের সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আইন শৃংখলা বাহিনীর হাতে আটক হওয়ার খবরে নওগাঁর পোরশা উপজেলা বিএনপির একাংশ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।
 
গত বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশ কতৃক ঢাকায় সাধন চন্দ্র মজুমদারকে আটক করার খবর ছড়িয়ে পড়লে রাতেই উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তৌফিকুর রহমান শাহ্ চৌধুরীর নেতৃত্বে পোরশা বাজার এলাকায় এবং শুক্রবার দুপুরে উপজেলা সদরে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক লায়ন মাসুদ রানা ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক শাহজামালের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ শেষে সাধারন জনগণের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। মিছিল দুটিতে উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
উপরে