সাইবার মামলা থেকে কেন্দ্রীয় বিএনপি নেতা সান্টুকে অব্যাহতি

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এস সরফুদ্দিন আহম্মেদ সান্টুকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার মামলার চার্জগঠনের পূর্বে বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোঃ গোলাম ফারুক তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। এসময় বিএনপি নেতা এস. সরফুদ্দিন আহম্মেদ সান্টু আদালতে উপস্থিত ছিলেন বলেন, ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারি নাজমুল হাসান জানিয়েছেন।
তিনি জানান,এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু গত ৯ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে মামলা থেকে অব্যাহতির জন্য আবেদন করেন। ওই আবেদনের প্রেক্ষিতে বিচারক মামলার তদন্ত প্রতিবেদনে ফরেনসিক রিপোর্ট না দেওয়াসহ অভিযোগের স্বপক্ষে কোন প্রমান দিতে না পারায় চার্জ গঠনের পূর্বে এস সরফুদ্দিন আহম্মেদ সান্টুকে অব্যাহতি দিয়েছেন। মামলার বরাতে বেঞ্চ সহকারি জানান,২০১৯ সালের ১৫ মে বিএনপি নেতা এস সরফুদ্দিন আহম্মেদ সান্টুকে আসামী করে উজিরপুরের গুঠিয়া ইউনিয়ন