প্রকাশিত : ৬ অক্টোবর, ২০২৪ ১৩:৫৩

সৈয়দপুরে সতীর্থ সাহিত্য সাংস্কৃতি সংগঠনের উদ্যোগে প্রমিত উচ্চারণ ও আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
সৈয়দপুরে সতীর্থ সাহিত্য সাংস্কৃতি সংগঠনের উদ্যোগে প্রমিত উচ্চারণ ও আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালা

নীলফামারীর সৈয়দপুরে সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ছয় মাসব্যাপী প্রমিত উচ্চারণ ও আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় রেলওয়ে মুর্তজা ইনস্টিটিউট মিলনায়তনে ওই  প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সৈয়দপুর সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ অধ্যাপিকা নার্জিজ বানু। 

সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রেজা মাহমুদের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ সাবিনা সালাম, সৈয়দপুর  সরকারি কলেজের বাংলা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক কহিনুর বেগম, বিশিষ্ট গল্পকার রাজা সহিদুল আসলাম, সাংবাদিক জসিম উদ্দীন, এম এ মোমেন, সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠননের সহ-সভাপতি শরিফুল ইসলাম সাজু, সহ-সভাপতি সারোয়ার রহমান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ। 

অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন প্রমিত উচ্চারণ ও  আবৃত্তির  যে কর্মশালার আয়োজন করেছে আমরা আশা করি তা সুন্দরভাবে সফল সমাপ্তি হবে। এই প্রশিক্ষণের মধ্যদিয়ে কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শুদ্ধ উচ্চারণ ও সুন্দর আবৃত্তিতে অনেক দূর এগিয়ে যাবে। কর্মশালার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন সতীর্থ সাহিত্য সাংস্কৃতি সংগঠনের সদস্য প্রশিক্ষক কামরুজ্জামান শাওন, এ বি এম আমিরুল লতিফ বাপ্পী ও তানভীর হোসেন।

কর্মশালার প্রশিক্ষকবৃন্দ অংশগ্রহনকারীদের উদ্দেশ্যে বলেন, আমরা তাদের শেখাতে আসিনি, আমরাও তাদের কাছ থেকে শিখব। এই প্রশিক্ষণের মধ্যদিয়ে তারা ভালো আবৃত্তি শিল্পী হয়ে যাবেন এ কথা আমরা বলছি না। আমরা তাদের সিঁড়িতে উঠার পথ দেখাব। চেষ্টা আর সাধনার মাধ্যমে তাদের   মেধা ও যোগ্যতা কাজে লাগিয়ে একদিন তারা তাদের লক্ষ্যে  পৌঁছে যাবেন। 

সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, ছয় মাসব্যাপী এ কর্মশালায় বাংলা প্রমিত উচ্চারণ, আবৃত্তি ও উপস্থাপনার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করেন। 

উপরে