বগুড়ায় শিশু সংগঠন ত্রিতালের শারদ সন্ধ্যায় বাণী ও বন্দনায় মহালয়া উদ্যাপন
বগুড়ায় শিশু সংগঠন ত্রিতালের শারদ সন্ধ্যায় বাণী ও বন্দনায় মহালয়া উদ্যাপন করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় সংগঠন কার্যালয়ের বর্ণমালা মঞ্চে শারদ সন্ধ্যায় বাণী ও বন্দনায় মহালয়া উদ্যাপন এক আলোচনা সভা ও সঙ্গীত এর বসে।
বগুড়ার শিশু সংগঠন ত্রিতাল এর শিশুশিল্পী প্রজন্ম সান্যাল ঋক, সৌমিকা লাহিড়ি ও অঙ্কিতার কণ্ঠে বাংলা ও সংস্কৃত ভাষার সঙ্গীত, স্তোত্র ও চণ্ডিপাঠ এবং আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত ছিল মনোমুগ্ধকর। শিশুদের বিভিন্ন পরিবেশনার মাধ্যমে দেবী দুর্গার আবির্ভাব, অসুর বধ এবং শুভ শক্তির বিজয়ের প্রতীকী দৃশ্যগুলো ফুটিয়ে তোলা হয়। সমগ্র অনুষ্ঠানের সঙ্গীত পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন সংগঠনের সঙ্গীত প্রশিক্ষক প্রণব সান্যাল এবং তবলায় ছিলেন তালযন্ত্র প্রশিক্ষক বিমল কবিরাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবু সাইদ সিদ্দিকী। তিনি বলেন, বর্তমান সময়ে যখন শিশুদের প্রথাগত সংস্কৃতির সঙ্গে যোগাযোগ কমছে, তখন "ত্রিতাল"-এর এই ধরনের উদ্যোগ প্রশংসনীয়। সংগঠনের সাধারণ সম্পাদক নাফিউজ্জামান চৌধুরি রাজু তাঁর বক্তব্যে শিশুশিল্পীদের নিয়ে নিয়মিত এমন আয়োজন করতে ত্রিতাল বদ্ধপরিকর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিহঙ্গ আবৃত্তি পরিষদের সভাপতি ও আবৃত্তিশিল্পী ফজলে রাব্বী, আবৃত্তিকর্মী মুশফিক সহ আরও অনেকে। অন্যান্য শিক্ষার্থী, অভিভাবক এবং দর্শকরা শিশুদের পরিবেশনা দেখে দারুণ উচ্ছ্বসিত হন এবং তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য শুভকামনা জানান।

ষ্টাফ রিপোর্টার