সৈয়দপুরে কামারপুকুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকার গ্রেপ্তার
নীলফামারীর সৈয়দপুরে কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. আনোয়ার হোসেন সরকারকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার উপজেলার এক নম্বর কামারপুকুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকালই (সোমবার) গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন সরকারকে আদালতের মাধ্যমে নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিনের নেতৃত্বে পুলিশ কামারপুকুর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকারকে গ্রেপ্তার করেছে। আনোয়ার হোসেন কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কামারপুকুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং দলিল লেখক।
গত ৬ সেপ্টেম্বর বিস্ফোরক উপাদানবলী আইনে (সংশোধনী/২০০০) এর ৫/৬ ধারায় সৈয়দপুর থানায় দায়েরকৃত মামলায় (মামলা নং-৪) তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন কামারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকারকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।