প্রকাশিত : ৮ অক্টোবর, ২০২৪ ১২:৪০

শেরপুরে আম্বইল বাগানপাড়া দূর্গা মন্ডপের শেষমুহূর্তে প্রস্তুতি

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
শেরপুরে আম্বইল বাগানপাড়া দূর্গা মন্ডপের শেষমুহূর্তে প্রস্তুতি
রাত পোহালেই শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শেরপুরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মণ্ডপে মণ্ডপে প্রতিমার রং তুলির আঁচড় শেষে চলছে সাজসজ্জার কাজ।
 
বগুড়া শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নেরর আম্বইল বাগানপাড়া দূর্গা মন্ডপের শেষমুহূর্তে কাজ চলছে। প্রায় এক দশক এর বেশি সময় ধরে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের আম্বইল বাগানপাড়া গ্রামবাসীর উদ্যোগে দূর্গা পূজা হয়ে আসছে জানিয়েছেন আয়োজকরা।
 
অসাম্প্রদায়িক দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যদিয়ে এবার শারদীয় দুর্গোৎসব ২০২৪ উদযাপিত হবে বলে আশা আয়োজকদের। শান্তিপূর্ণভাবে উৎসব পালনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জানিয়েছে পুজা মন্ডপের সভাপতি শ্রী সন্তোস সিং (বাবু)। 
 
সবার সহযোগিতায় সাম্প্রদায়িক সম্প্রীতি ঠিক রেখে শান্তিপূর্ণ পরিবেশে ১৫তম পূজা শেষ করার আশা করছে আম্বইল বাগানপাড়া দূর্গা মন্দির পরিচালনা কমিটি।
উপরে