প্রকাশিত : ৯ অক্টোবর, ২০২৪ ১৫:১৩

সৈয়দপুরে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার আওয়ামী লীগের ও অঙ্গসহযোগী সংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার দিনে ও রাতে অভিযান চালিয়ে পৃথক পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করেছে সৈয়দপুর ও কিশোরগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত হলো, আরিফুর রহমান পাশা (৩৫) ওমর ফারুক (৩০), মোখলেছুর রহমান বাবু (৪৩), শামিম আলম (৪২) আ. মালেক (৪০), জমিয়ার রহমান (৬০) ও ইলিয়াস হোসেন (৪০)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে,  সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন ও কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নেতৃত্বে গত সোমবার দিনে ও রাতে অভিযান পরিচালনা করে পৃথক পৃথক স্থান সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, সৈয়দপুর শহরের মুন্সিপাড়ার মৃত. বাহার উদ্দিনের ছেলে মোখলেছুর রহমান বাবু (৪৩), গোলাহাট এলাকার মৃত. শাহাব উদ্দিনের ছেলে যুবলীগ কর্মী মো. শামীম আলম (৪২), কিশোরগঞ্জ পানিয়ালপুকুরের আফতাব উদ্দিনের ছেলে আওয়ামী লীগ কর্মী আরিফুর রহমান পাশা (৩৫), দক্ষিন দুরাপুর ছোপাপাড়ার বাহারুল ইসলামের ছেলে ওমর ফারুক (৩০), কালিকাপুর আদর্শ গ্রামের মৃত আব্দুল ওয়াহেদ এর ছেলে আওয়ামী লীগ কর্মী আব্দুল মালেক (৪০), কেশবা তেলিপাড়ার ইয়াজ উদ্দিনের ছেলে আওয়ামী কর্মী মো. জমিয়ার রহমান (৬০), কেশবা তেলিপাড়ার মৃত. শাহাব উদ্দিনের ছেলে আওয়ামী লীগ কর্মী মো. ইলিয়াস  হোসেন (৪০)।

এদের মধ্যে শুধুমাত্র মোখলেছুর রহমান বাবু গত ৩১ আগস্ট সৈয়দপুর থানায় দায়েরকৃত বিস্ফোরক উপাদানবলী আইনে দায়েরকৃত মামলার এজাহারভূক্ত আসামী। বাকিরা সবাই সন্ধিগ্ধ আসামি। 

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফইম উদ্দিন, সাত আসামীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামীদের গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে নীলফামারী কারাগাওে পাঠানো হয়েছে।

উপরে