প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৪ ১৪:৫৭

সৈয়দপুরে দুর্গাপূজা উপলক্ষে চাল ও আর্থিক সহায়তা প্রদান

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
সৈয়দপুরে দুর্গাপূজা উপলক্ষে চাল ও আর্থিক সহায়তা প্রদান

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধানন উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর  পৌরসভার পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বী দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। এছাড়া পৌর এলাকার ১৬ টি পূজামন্ডপের জন্য আর্থিক সহায়তাও প্রদান করা হয়। 

বুধবার বিকেলে পৌর কমিউনিটি সেন্টার চত্বরে চাল ও অর্থ সহায়তা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  ও পৌর প্রশাসক  মো. নুর -ই -আলম সিদ্দিকী। 

এ সময়  বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ¦ মো. আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর শাহীন আকতার শাহীন, যুগ্ম সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, সহ সভাপতি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সৈয়দপুর শাখার আহবায়ক ও  সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সুমিত কুমার আগরওয়ালা (নিক্কি), উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির সভাপতি এ্যাড. তুষার কান্তি রায়, সহ- সভাপতি টিকেন্দ্রনাথ রায় মীরু, সৈয়দপুর উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি রাজ কুমার  পোদ্দার রাজু, সৈয়দপুর পৌরসভার নির্বাহী  প্রকৌশলী  মো. শহিদুল ইসলাম, সহকারী প্রকৌশলী আব্দুল খালেক, হিসাবরক্ষক আবু তাহের প্রমুখ উপস্থিত ছিলেন । 

অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধিজনেরা সনাতন ধর্মাবলম্বী সকল নারী পুরুষের উদ্দেশ্যে বলেন, আমাদের মধ্যে কোন  ভেদাভেদ নেই। আমাদের পরিচয় আমরা মানুষ। তাই বরাবরের মতো এবারও দূর্গাপূজার উৎসবে আমরা সকলে সামিল হয়েছি। কোন অপশক্তি আমাদের মাঝে সম্প্রীতির বন্ধনে চিড় ধরাতে পারবে না। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো। সামিল হবো পূজার আনন্দে। তারা সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।  

পরে উৎসবের উপহার হিসেবে পৌরসভার এলাকার ১৬ টি পূজামন্ডপের জন্য দুই হাজার টাকা করে ৩২ হাজার টাকা এবং ৪৫০টি পরিবারের নারী পুরুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। 

 

উপরে