প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৪ ১৪:১৫

লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে সেমিনার ও সেলাইমেশিন বিতরণ

অনলাইন ডেস্ক
লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে সেমিনার ও সেলাইমেশিন বিতরণ

লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল  জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর অক্টোবর সেবা পক্ষ -২০২৪ উপলক্ষে লায়ন্স ক্লাব অব  সৈয়দপুর সানফ্লাওয়ারের উদ্যোগে সেলাইমেশিন বিতরণ ও  সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় শহরের কয়ানিজপাড়াস্থ সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ চত্বরে ওই সেলাইমেশিন বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত হয়। অক্টোবর সেবা পক্ষ -২০২৪ উপলক্ষে পক্ষকালব্যাপী নানা কর্মসূচীর পালনের শেষে দিনে লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর জেলা গভর্ণরের ডাক মানবতা আমাদের অনুপ্রেরণা এর ওপর ওই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব  মো. আব্দুল গফুর সরকার।

এতে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সভাপতি ও সৈয়দপুর সরকারি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক লায়ন কহিনুর বেগমের সভাপতিত্বে সেমিনারের সাধারণ সম্পাদক ও সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের কিন্ডার গার্টেন শাখার উপাধ্যক্ষ জাবেদ আলী শেখের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য দেন লায়ন মো. আতাহার হোসেন বাদশা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কামারপুকুর ডিগ্রী কলেজের প্রভাষক লায়ন মো. রেজাউল হক। এতে  অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সদস্য লায়ন  মো. আজমল সরকার, লায়ন কাজী মো. একরামুল হক ও সাবেক পৌর কাউন্সিলর জোবায়দুল ইসলাম মিন্টু প্রমুখ। 

সেমিনারের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াৎ করেন সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক জহুরুল ইসলাম মীর। এরপর লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ারের সদস্যদের আনুগত্যের শপথ পাঠ করানো হয়। আনুগত্যের শপথ পাঠ করান সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক লায়ন আতাউর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মো. ফারুক আহমেদ ও প্রধান শিক্ষক লায়ন আব্দুল লতিফ, নীলফামারী সরকারী কলেজের সহকারী অধ্যপক লায়ন আনিছুর রহমান বুলেট, পৌরসভার  সাবেক মহিলা কাউন্সিলর  লায়ন কাজী জাহানারা বেগম, এ্যাডভোকেট লায়ন খালিদ ইকবাল, লায়ন কাজী মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

শেষে লায়ন্স ক্লাব অব সৈয়দপুর সানফ্লাওয়ার এর পক্ষ থেকে এলাকার  অসহায় দুই জন নারীর হাতে সেলাইমেশিন  বিতরণ করা হয়। এ সব সেলাইমেশিন তাদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার।

 

উপরে