প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৪ ১৪:১৭

পার্বতীপুরে মটর শ্রমিক পরিবহন ইউনিয়নের নবগঠিত স্ট্যান্ড কমিটিকে দায়িত্বভার হস্তান্তর

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুরে মটর শ্রমিক পরিবহন ইউনিয়নের নবগঠিত স্ট্যান্ড কমিটিকে দায়িত্বভার হস্তান্তর

দিনাজপুরের পার্বতীপুরে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নবগঠিত স্ট্যান্ড কমিটিকে দায়িত্বভার হস্তান্তর করা হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) দুপুরে স্হানীয় মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে তাঁদেরকে দায়িত্বভার হস্তান্তর করা হয়। এর আগে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের পার্বতীপুর শাখার স্ট্যান্ড কমিটি গঠিত হয়। 

জানা গেছে,রবিবার দুপুরে পার্বতীপুর বাস টার্মিনাল সংলগ্ন মোটর পরিবহন  শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে নবগঠিত ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিকে দায়িত্বভার হস্তান্তর করেন দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন কমিটি।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুল হাকিম । আরও উপস্থিত ছিলেন জেলা মটর পরিবহন  শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মোঃ এনামুল হক, সাধারণ সম্পাদক মোঃ ফজলের রাব্বি সহ জেলা কমিটির নেতৃবৃন্দ। দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আলহাজ্ব তৈয়ব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবগঠিত পার্বতীপুর স্ট্যান্ড কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করা হয়। এ সময় নবগঠিত কমিটির আহবায়ক মোঃ আতিকুর রহমান স্বপন,যুগ্ম আহবায়ক মোঃ মমিনুল ইসলাম,সদস্য সচিব মোঃ এমারত হোসেন সহ  অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপরে