আদমদীঘি প্রেসকাবে প্রয়াত সাংবাদিক লুলুর স্মরণে সভা ও দোয়া মাহফিল
আদমদীঘি প্রেসকাবের উদ্যোগে সান্তাহার প্রেসকাবের সভাপতি দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক মরহুম গোলাম আম্বিয়া লুলু’র স্বরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১২ টায় আদমদীঘি প্রেসকাবের অস্থায়ী কার্যালয়ে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসকাবের সভাপতি হাফিজার রহমান। সভায় প্রয়াত সাংবাদিক গোলাম আম্বিয়া লুলু’র কর্মজীবনের উপর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রেসকাবের সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সহ-সভাপতি গোলাম মোস্তফা, বেনজীর রহমান, সহকারি সম্পাদক হেদায়েতুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক আবু মুত্তালিব মতি, অর্থ সম্পাদক মিজানুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সবুর খান, সদস্য মোমিন খান প্রমুখ। শেষে আদমদীঘি উপজেলার প্রয়াত সাংবাদিক গোলাম আম্বিয়া লুলু, বেলাল উদ্দিন, মনজুরুল ইসলাম, হাফিজুর রহমান ও মাহমুদ হোসেন ভোলার স্মরণে ও তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।