প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৪ ১৫:৩২

বানারীপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥
বানারীপাড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত

বরিশালের বানারীপাড়ায় ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ’ স্লোগানকে সামনে রেখে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে র‌্যালী,আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে উপজেলা নির্বাহী অফিসার ডা. অন্তরা হালাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. নিজাম উদ্দিন।

বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কাওসার হোসেনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মাহফুজুর রহমান,শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মহসিন-উল হাসান,সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম খোকন,এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক এস মিজানুল ইসলাম,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাব্বির হোসেন প্রমুখ। আলোচনা শেষে হাত ধোয়া প্রদর্শণী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।

উপরে