প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৪ ১৫:৩৫

নন্দন শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি গোলাম রব্বানীর মৃত্যুতে শোক

ষ্টাফ রিপোর্টার
নন্দন শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি গোলাম রব্বানীর মৃত্যুতে শোক

বগুড়ায় নন্দন শিল্পীগোষ্ঠীর সাবেক সভাপতি গোলাম রব্বানী ইন্তেকাল করছেন। (ইন্নালিল্লাহি.........রাজিউন)। গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর। মুত্যৃর সময় তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গত রবিবার মরহুমের নামাজে জানাজা শেষ বগুড়া ভাই পাগলা মাজার কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। তার গ্রামের বাড়ি ধুনট উপজেলার পরানপুর এলাকায়। 

এদিকে মরহুমের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন নন্দন শিল্পীগোষ্ঠীর সভাপতি মতিয়ার রহমান বাবলু, সাধারণ সম্পাদক রনজু ইসলাম, সিনিয়র সহ-সভাপতি জমির আলী, সহ-সভাপতি আমিনুল হক আরজু, যুগ্ম সাধারণ সম্পাদক সুচন্দন সরকার চন্দন, সাংগঠনিক সম্পাদক শ্রী বাসুদেব চন্দ্র ঘোষ, প্রচার সম্পাদক মামুনুর রশিদ মামুন, দপ্তর সম্পাদক রমজান আলী খোকা, কোষাধ্যক্ষ মতিয়ার রহমান মতি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোহেল, সিনিয়র কার্যনির্বাহী সদস্য মাহমুদ কাজল নুর, কার্যনির্বাহী সদস্য সিদ্দিক হোসেন, হাসান আলী, আব্দুস সালাম, নুরুল ইসলাম নুরু, আব্দুস সামাদ প্রধান, তাহেরা জামান লিপি প্রমুখ। নেতৃবৃন্দরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। 

উপরে