প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৪ ১৩:১৯

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২

অনলাইন ডেস্ক
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২

সিরাজগঞ্জের কামারখন্দে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার সীমান্তবাজার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রংপুর জেলার ঘোড়াঘাট গ্রামের মুক্তার হোসেনের ছেলে আশরাফুল (২৫) ও একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রনি শেখ (২২)। তারা পিকআপের চালক ও হেলপার ছিলেন।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, সকালে সীমান্তবাজার এলাকায় একটি ট্রাকের টায়ার লিকেজ হয়। পরে চালক ট্রাক থামিয়ে টায়ার পরিবর্তন করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকআপ ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার নিহত হন।

উপরে