প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৪ ১৫:১১

সৈয়দপুর বিউটি পার্লার মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুর বিউটি পার্লার মালিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুর বিউটি পার্লার মালিক সমিতির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে শহরের শেরে বাংলা সড়কের অত্যাধুনিক সুপার মার্কেট সৈয়দপুর প্লাজার তৃতীয় তলায়  সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

সংগঠনের সভাপতি তাসলিমা সরকারের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সদস্য বিউটিশিয়ান নুর আক্তার বীথি,শাহেবা, মঞ্জুয়ারা, নাসরীন, আঁখি, ফারহানা ইসলাম লুই, সামিহা নওশীন জাহান, বুশরা, সাবিহা খাতুন,  রেশমা  প্রমুখ।

সমিতির সাধারণ সম্পাদক কোহিনুর লিপি সভাটি সঞ্চালনা করেন। এ সময় সমিতির উপদেষ্টা সাংবাদিক এম আর আলম ঝন্টু ও এম এ পারভেজ লিটন উপস্থিত ছিলেন।

সভায় সাম্প্রতিক সময়ে শহরে নতুন প্রতিষ্ঠিত একটি বিউটি পার্লার অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করা হয়। এ ধরণে অপপ্রয়াসে চরমভাবে সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। অথচ ওই বিউটি পার্লারটি সমিতির সদস্যভুক্ত নয়। এমনকি সেটির ট্রেড লাইসেন্সও নেই। ওই বিউটি পার্লারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় ভবিষ্যতে এ ধরণের অপকর্ম করা হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত  নেয়া হয়েছে।

 

উপরে