প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৪ ১৫:১৯

পোরশায় অগ্নি প্রতিরোধ ও নির্বাপনে মাঠ মহড়া

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
পোরশায় অগ্নি প্রতিরোধ ও নির্বাপনে মাঠ মহড়া
“আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” শ্লোগানকে সামনে রেখে নওগাঁর পোরশায় অগ্নি প্রতিরোধ ও নির্বাপনে মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার ছাওড় ইউনিয়নের বলদাহার গ্রামে খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি) এনজিও কতৃক সচেতনতামূলক র‍্যালী, আলোচনা সভা ও মাঠ মহড়ার আয়োজন করা হয়। র‍্যালি শেষে
 
স্থানীয় বলদাহার খেলার মাঠে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মাসুদ রানার নেতৃত্বে অগ্নি প্রতিরোধ ও নির্বাপণে নানা রকম কৌশল নিয়ে মাঠ মহড়া প্রদর্শন করা হয়।  এসময় সংস্থার উপজেলা কো-অর্ডিনেটর মিঃ স্টিভ রায় রুপন, ইউনিয়ন পরিষদের সদস্য উপকারভোগী সদস্য, সিসিআরসির নেতৃবৃন্দ, ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপরে