প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৪ ১৪:০২

কিশোরগঞ্জে উপজেলা বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি

অনলাইন ডেস্ক
কিশোরগঞ্জে উপজেলা বিএনপি নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি

দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপি নেতা মো. রফিকুল ইসলাম রফিককে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া রয়েছে। 

শনিবার কিশোরগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রফিকুল ইসলাম রফিক ধুলজুরী গ্রামের মো. শামছুদ্দিনের ছেলে এবং হোসেনপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে হোসেনপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলামকে অব্যাহতি দেওয়া হলো। বিএনপির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

অব্যাহতির বিষয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান জানান, তার বিরুদ্ধে আমাদের কাছে নানাবিধ অভিযোগ রয়েছে যা দলীয় শৃঙ্খলার পরিপন্থি ছিল। এমনকি তার বিরুদ্ধে এলাকায় জমিজমা সংক্রান্ত বিষয়ে সংবাদ সম্মেলন হয়েছে। তাই তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পর্যালোচনার প্রেক্ষিতে মো. রফিকুল ইসলামকে অব্যাহতি দেওয়া রয়েছে। তাছাড়া বিএনপি’র সব পর্যায়ের নেতা-কর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

উপরে