পার্বতীপুরে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
দিনাজপুরের পার্বতীপুরে ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মঞ্জুরুল ইসলামের নামে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয় । শনিবার (১৯ অক্টোবর) দুপুরে পার্বতীপুরের নর্থ ইয়ার মাঠে ৮ দলীয় এই ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ জেড এম মেনহাজুল হক।
পার্বতীপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম ডাক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পার্বতীপুর পৌরসসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মানজুর রশীদ,সাবেক পৌর কাউন্সিলর মঞ্জুরুল আজিজ পলাশ,আবুবক্কর সিদ্দিক বাবলু,পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম বাবু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হান্নান আশরাফি প্রিন্স,রামপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় মোজাম্মেল ট্রেডার্স ক্রিকেট টিম বনাম কাজী কিংস এলিভেনস ক্রিকেট টিম। টুর্নামেন্টের অ্যাম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন হাসান আলী ও জাহাঙ্গীর আলম।