প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৪ ১৪:২৬

সৈয়দপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক আমির আলী প্রামানিকের ইন্তেকাল

সৈয়দপুর (নীলফামারী)প্রতিনিধি:
সৈয়দপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক আমির আলী প্রামানিকের ইন্তেকাল

নীলফামারীর সৈয়দপুরে লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আমির আলী প্রামাণিক বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত শুক্রবার রাত সাড়ে আটটায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বেলাইচন্ডী বাসস্ট্যান্ড এলাকার নিজ বাড়িতে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি তিন ছেলে, চার মেয়ে, নাতি-নাতনি, অসংখ্যক আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ জোহর বেলাইচন্ডী দাখিল মাদ্রাসা মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

মরহুম আমির আলী প্রামানিক ছিলেন বেলাইচন্ডী ইয়ং সোসাইটির সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব ও বেসিক ব্যাংক লিমিটেড পার্বতীপুর উপ শাখার ব্যবস্থাপক মো. আলমগীর কবির (শাহাদাৎ) এবং লক্ষণপুর স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক সাহেদা বাণু কল্পনার বাবা। 

তাঁর মৃত্যুতে লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, সাবেক অধ্যক্ষ আলহাজ¦ মো. আব্দুল আজিজ, সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ  মো. মোস্তাফিজুর রহমান, পার্বতীপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন আহমেদ, আদর্শ বালিকা বিদ্যালয় কলেজের সিনিয়র শিক্ষক আলহাজ¦ মো. নাছিম রেজা শাহ, সাংবাদিক তোফাজ্জল হোসেন লুতু প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

উপরে