প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৪ ১৪:৩০

সৈয়দপুরে জাতীয় চ্যাম্পিয়নশীপ অন ক্লাইমেট এ্যাকশন প্রতিযোগিতার বিভাগীয় রাউন্ড অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে জাতীয় চ্যাম্পিয়নশীপ অন ক্লাইমেট এ্যাকশন প্রতিযোগিতার বিভাগীয় রাউন্ড অনুষ্ঠিত

নীলফামারীর সৈয়দপুরে জাতীয় চ্যাম্পিয়নশীপ অন ক্লাইমেট এ্যাকশন প্রতিযোগিতা -২০২৪ এর রংপুর বিভাগীয় রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তারুণ্যের সম্পৃক্ততাই পারে টেকসই ভবিষ্যত বিনির্মাণ করতে প্রতিপাদ্যকে সামনে রেখে জিস্ট (জিইআইএসটি) ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ওই প্রতিযোগিতার আয়োজন করে।

শনিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে পরিবেশ অধিদপ্তরের শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের সহযোগিতায় রংপুর বিভাগীয় প্রতিযোগিতা সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ প্রতিযোগিতায় রংপুর বিভাগের আটটি জেলার ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের সাত শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহন করেন। প্রাইমারী, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি চারটি ক্যাটাগরিতে পাঁচটি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নার্সারী হতে দ্বিতীয় শ্রেণি আর্ট কম্পিটিশন এবং তৃতীয় হতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা একক বা দলগতভাবে সর্বোচ্চ তিনটি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন গ্রহন করেন। এতে পরিবেশ সচেতনতা,জলবায়ু পরিবর্তন, শব্দদূষণ নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ে আলোচনা, দেয়ালিকা,উপস্থাপনা, প্রজেক্ট, অলিম্পিয়াড এর আয়োজন করা হয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অডিটোরিয়ামে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোন্দকার আব্দুল আলিম।
 এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিস্ট (জিইআইএসটি) ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের প্রেডিডেন্ট বিপ্লব কুমার দেব। 

 এতে স্বাগত বক্তব্য দেন প্রতিযোগিতার রংপুর বিভাগীয় রাউন্ডের কো-অর্ডিনেটর সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো. সোহেল রানা। সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক রায়কা শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষাবিদ, সাংবাদিকসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় বিজয়ীরা আগামী ৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় প্রতিযোগিতায় রংপুর বিভাগীয় প্রতিনিধি হিসেবে অংশ নে্েব। আর জাতীয় পর্যায়ের চূড়ান্তভাবে নির্বাটিত শিক্ষার্থীরা আগামী ২৬-৩১ ডিসেম্বর নেপালের কাঠমুন্ডু বিশ^বিদ্যালয়ে বিশ^ জলবায়ু সম্মেলনে বাংলাদেশ এর প্রতিনিধিত্ব করবেন।

 

উপরে