প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৪ ১৪:০৩

পার্বতীপুরে জামায়াতের সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুরে জামায়াতের সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দূর্গাপুর সেরাজুল হুদা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশ বাড়ী ইউনিয়ন শাখার আয়োজনে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ অক্টোবর) বিকেলে এই মাহফিল অনুষ্ঠিত হয়।

সিরাতুন্নবী মাহফিলে রাসুল (সাঃ) এর জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ এই বাক্যের উপর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী ও সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান  মোঃ আনোয়ার হোসেন । এতে সভাপতিত্ব করেন উপজেলার পলাশবাড়ী ইউনিয়ন জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা শরিফুল ইসলাম।

বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির মোঃ রেজাউর রহমান মোল্লা,উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সাইদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি ওসমান আলী,ওলামা বিভাগের ইউনিয়ন সহ-সভাপতি মাওলানা আবুল কালাম মোঃ মোস্তফা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাবড়া ইউনিয়ন  জামায়াতে ইসলামীর সভাপতি নাজমুল হুদা সমুন।

উপরে