সৈয়দপুরে মূল্য তালিকা না থাকায় দুই ব্যবসায়ীর জরিমানা
নীলফামাীর সৈয়দপুরে বাজার মনিটরিং কমিটির অভিযানে ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যসামগ্রী মূল্য তালিকা না থাকায় দুই মুদি ব্যবসায়ীর সাড়ে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রোববার দুপুরে শহরের আধুনিক পৌর সবজি বাজারে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সবজি বিক্রেতাসহ সকল ব্যবসায়ীকে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যসামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন করতে নির্দেশ প্রদান করা হয়। সেই সঙ্গে তাদেরকে ক্রেতাদের কাছ থেকে সব রকমের জিনিসপত্রের অতিরিক্ত মূল্য আদায় না করতেও বিশেষ সতর্ক করা হয়েছে।
জানা গেছে,গতকাল রোববার সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে বাজার মনিটরিং কমিটি শহরে আধুনিক পৌর সবজি বাজারে অভিযান পরিচালনা করে। এ অভিযানকালে ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যসামগ্রীর মূল্য তালিকা না থাকায় মুদি দোকান মালিক মো. সাদ্দামের এক হাজার পাঁচশত টাকা এবং মো. জাহিদের (৪০) দুই হাজার টাকা জরিমানা করা হয়। সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম ওই জরিমানা করেন। পরে তিনি বাজারের বিভিন্ন মুদিখানা, শাক সবজি, মাছ, মাংস ও মুরগি দোকান পরিদর্শন করেন। এ সময় তিনি ব্যবসায়ীদের তাদের ব্যবসা প্রতিষ্ঠানে সব ধরনেল পণ্যসামগ্রীর মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দিয়ে অতিরিক্ত লাভে পণ্যসামগ্রী বিক্রয় না করার জন্য সতর্ক করেন। অভিযান চলাকালে সৈয়দপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সোহরাব হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম জানান , বিভিন্ন অজুহাতে কেউ যাতে অকারণে নিত্য প্রয়োজনীয় নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির কারসাজি করতে না পারে, সেজন্য বাজার নিয়ন্ত্রণে মনিটরিং কমিটির অভিযান অব্যাহত থাকবে।