পঞ্চগড়ে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নে ওয়ার্কশপ
আগামী ২৪ অক্টোবর এইচপিভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ বাস্তবায়ন করার জন্য উপজেলা পর্যায়ে শিক্ষকদের ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
উক্ত ওয়ার্কশপে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আফরোজা বেগম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডাক্তার সিফাত জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাযার্লয়ের মেডিক্যাল অফিসার(এমওডিসি) ডাক্তার মাহবুব রহমান সুমন, জেলা শিক্ষা অফিসার (ডিইও)/ইউএসইও (অতিরিক্ত) সাইফুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন। ওয়ার্কশপে জরায়ু মুখ ক্যান্সার টিকা দ্বারা প্রতিরোধ যোগ্য একটি রোগ। দ্রুত রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে সম্পূর্ণ সরে ওঠা সম্ভব । কিশোরী বয়সে এইচপিভি টিকা নিলে নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ করা যায়।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির মাধ্যমে ক্যাম্পেইন এবং নিয়মিত টিকাদান কর্মসূচিতে ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এক ডোজ এইচপিভি টিকা দেওয়ার বিষয়ে আলোচনা হয়। উক্ত ওয়ার্কশপে সদর উপজেলার ৫০টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন।