প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৪ ১৪:৫০

সৈয়দপুরে জাতীয়তাবাদী ছাত্রদল উদ্যোগে লিফলেট বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :
সৈয়দপুরে জাতীয়তাবাদী ছাত্রদল উদ্যোগে লিফলেট বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।

গত সোমবার সন্ধ্যায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সৈয়দপুর সাংগঠনিক জেলা ছাত্রদলের উদ্যোগে ওই লিফলেট বিতরণ করা হয়। শহরের শহীদ ডা.জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ের সামনে লিফলেট বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ- সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া।

পরে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক, মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল মজিদ সড়কের কাপড় মার্কেট, নিউ কথ মার্কেট এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে।  
এ সময় অন্যান্যদের মধ্যে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আবু নাসিম মিঠু, জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান, সিনিয়র সহ সভাপতি জাবেদ খান রুবেল,সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রাব্বি,সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান জয়,কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক জুনায়েদ ইবনে রুবেল,সদস্য সচিব রাসেল প্রামাণিক, ছাত্রনেতা নাসিব রেজা লিখন, মো. জন ছাড়াও সৈয়দপুর উপজেলা,পৌর ও কলেজ ছাত্রদলের সকলস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

উপরে