কাহালুতে জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
বুধবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা মডেল মসজিদ সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশনের উদ্দ্যেগে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা/২৪ইং এর পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন কাহালু উপজেলার ফিল্ড সুপার ভাইজার আলহাজ্ব আব্দুল্লাহ আল মাহমুদ। পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোছা. মেরিনা আফরোজ।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু শীতলাই ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আফজাল হোসেন, কাহালু ছিদ্দিকিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষক ক্বারী মাওঃ মিজানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন কাহালু রিসোর্স কাম-সেন্টারের মডেল কেয়ারটেকার আব্দুল বারী আকন্দ, সাধারণ কেয়ারটেকার আব্দুল বারী সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।