প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৪ ১৫:০৪

রাষ্ট্রীয় অভ্যন্তরীণ নীতিমালা অন্তর্ভূক্তির প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ বিষয়ক কর্মশালা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
রাষ্ট্রীয় অভ্যন্তরীণ নীতিমালা অন্তর্ভূক্তির প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ বিষয়ক কর্মশালা

নওগাাঁয় “রাষ্ট্রীয় অভ্যন্তরীণ নীতিমালা তৈরী ও সংশোধনে নাগরিক সমাজ অন্তর্ভূক্তির প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ বিষয়ক জেলা পর্যায়ের কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।

সোমবার নওগাঁ জেলা প্রেসক্লাবে বেলা ১১টায় বরেন্দ্র ডেভেলপমেন্ট  অর্গানাইজেশন এর আয়োজনে ফজলুল হক খান প্রধান নির্বাহী রানি এনজিও নওগাঁ এর সভাপতিত্বে সুশীল:সাপোর্টিং দ্যা ইউনিটি এ্যান্ড সাসটেইনেবিলিটি অব সিভিল সোসাইটি অর্গানাইজেশনস(সিএসওস) টু আপহোল্ড হিউম্যান রাইটস,ন্যাশনাল ইন্টিগ্রিটি,এ্যান্ড রুল অব ল ইন বাংলাদেশ এর  জেলা ও উপজেলা পর্যায়ের সদস্যদের নিয়ে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন অঞ্জন রায় মনিটরিং অফিসার ও প্রোগ্রাম অফিসার সিভিল সোসাইটি মোবিলাইজেশন একশনএইড।

কর্মশালার উদ্দেশ্য; নাগরিক সমাজ সংগঠনসমূহের প্রতিনিধিবৃন্দসহ সকল সহযোগীদেরকে নাগরিক সমাজের রাষ্ট্রীয় নীতিমালা তৈরি ও সংশোধনে নাগরিক সমাজের অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা ও কার্যকরীতা উপস্থাপন।

রাষ্ট্রীয় নীতি প্রণয়ন ও সংশোধন প্রক্রিয়ায় অংশগ্রহণের ক্ষেত্রে নাগরিক সমাজ সংগঠনসমূহের প্রতিনিধিবৃন্দ যে চ্যালেঞ্জগুলোর তারা সম্মুখীন হন, তা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা।

তৃণমূল পর্যায়ের সিএসওগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করার মাধ্যমে নীতি প্রণয়নে এবং সংশোধন প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণের সুযোগ তৈরি করা এবং তাদের সুপারিশগুলো জাতীয় পর্যায়ে নীতিনির্ধারকদের সামনে উপস্থাপনের একটি প্ল্যাটফর্ম তৈরি করা।

এসময় জেলা প্রেসক্লাব,নওগাঁ’র সভাপতি আবু বক্কর সিদ্দীক মহিদুর রহমান প্রধান নির্বাহী নিশান নওগাঁ, এটিএন বাংলা’র  জেলা প্রতিনিধি এ.এস.এম. রায়হান আলম,বিডিও-সুশীল প্রকল্পের জেলা সমন¦য়কারী শামসুল হক,বাবুল আকতার(যায়যায়দিন) সাপাহার,প্রদীপ সাহা(কালবেলা) সাপাহার সহ সিএসও’স সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  

 

উপরে