শাজাহানপুরের জিয়া পরিষদের সভাপতি মোস্তাক'র পিতার ইন্তেকাল
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুরে উপজেলা জিয়া পরিষদের সভাপতি ও দরগাহাট ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোস্তাফিজার রহমান মোস্তাক এর বাবা মফিজ উদ্দিন প্রাং ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।দীর্ঘদিন থেকে তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার এক পুত্র, ছয় কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
গতকাল রবিবার দুপুরে ২টায় উপজেলা আড়িয়া ইউনিয়নে চাঁদবাড়িয়া গ্রামে বাসভবনে ইন্তেকাল করেন। বাদ মাগরিব উপজেলা পলিপাড়া ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
একজন সমাজসেবক হিসেবে মফিজ উদ্দিন মসজিদ, মাদ্রাসা, স্কুল, ঈদগাহ মাঠ সহ সেবামূলক প্রতিষ্ঠানে অবদান রেখে গেছেন।
নামাজে জানাজায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ভার:) আবুল বাশার,দরগাহাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম,শেরপুর শহীদিয়া আলিয়া কামিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ মাওঃ আহম্মাদ আলী,মহাস্থান শাহ সুলতান বলখী(রহ) ফাজিল মাদরাসা অধ্যক্ষ আবু বক্কর,পুলিশ লাইস স্কুল এন্ড কলেজ প্রভাষক মাওঃ মোস্তাকিম হোসাইন,শাজাহানপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সজিবুল আলম সজিব,আড়িয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মোহসীন আলী,আড়িয়া ইউপি সদস্য বিএনপি নেতা তাজুল ইসলাম সহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি,উপজেলা বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ অংশ নেন
মরহুমের রূহের মাগফিরত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন জেলা জিয়া পরিষদ সহ বিএনপির রাজনৈতিক নেতৃবৃন্দ।