শাজাহানপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,ফ্রি মেডিকেল ক্যাম্প,এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা।
রবিবার (২৭ অক্টোবর) সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা যুবদলের আয়োজনে দোয়া ও আলোচনা সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু'র সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ,সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম মন্ডল,সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন,আবু শাহীন সানি,বিএনপির নেতা আতাহার আলী কাইয়ুম,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান,সদস্য সচিব হাসান আলী আকন্দ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মশিউর রহমান রকি,ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের আহ্বায়ক কমিটি সিনিয়র সদস্য বেলাল হোসেন বাবু,যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজেদুর ইসলাম সাজু,রেজাউল করিম রেজা,সোহেল,রহমত আলী,আব্দুল রউফ,ছাত্রদলের সাংগঠনিক শহিদুল ইসলাম সহ বিএনপি,যুবদল দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে দলীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচী উদ্বোধন ও সাজাপুর হাফিজিয়া মাদ্রাসায় দোয়া মোনাজাত শেষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।