প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৪ ১৫:১৪

নন্দীগ্রামে ভিন্নরকম আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি:
নন্দীগ্রামে ভিন্নরকম আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বগুড়ার নন্দীগ্রামে ভিন্নরকম আয়োজনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। রবিবার যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ৭টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপন করেন নের্তৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা যুবদলের সিনিয়র  যুগ্ম আহবায়ক, আব্দুর রউফ রুবেল, যুগ্ন-আহবায়ক আরিফুল ইসলাম মজনু,জাহাঙ্গীর আলম সবুজ, যুবদলের সদস্য গোলাপ, যুবনেতা জামাল হোসেন, সজল, গোলাপ, পৌর যুবদলের আহবায়ক, মোঃ গোলাম রব্বানী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মেহেদী হাসান শাহিন, যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম শাহীন, যুগ্ম্ন আহবায়ক মোঃ জিয়া সহ ইউনিয়ন এবং ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ।

এরপর সকাল ১০টায় যুবদলের উদ্যোগে দিনব্যাপী ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বাদ যোহর নামুইট হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখাানায় শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, জিয়া পরিবারের সুস্থতা ও বগুড়া -০৪ আসনের সাবেক এমপি মোশরফ হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজেন্ডার, ছাত্রদলের সভাপতি মো. জুয়েল রানা, আল আমিন প্রমুখ।

 

উপরে