প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৪ ১৫:২০

পোরশায় শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক

পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
পোরশায় শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক
নওগাঁর পোরশায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তৌফিকুল লাটা (২৮) নামের এক যুবককে আটক করে থানা পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। আটক যুবক উপজেলার কাশিতাড়া গ্রামের আজিজুর রহমান কালুর ছেলে।
 
জানা গেছে, স্থানীয় একটি কওমী মাদ্রাসায় ওই শিশু পড়ালেখা করতো। গত রোববার বিকাল আনুমানিক সাড়ে ৩টার দিকে সে মাদ্রাসায় পড়ালেখা করতে যায়। বিকাল সাড়ে ৪টার দিকে তৌফিকুল মাদ্রাসা থেকে ডেকে নিয়ে গিয়ে গ্রামের পাশে আমবাগানে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে তৌফিকুলকে আটক করে। পরে স্থানীয়রা তাকে থানা পুলিশের হাতে সোপর্দ করেন।
 
পোরশা থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা জানান, ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী ঔ শিশুর মা বাদী হয়ে পোরশা থানায় মামলা করেছেন। তৌফিকুলকে গতকাল সোমবার জেল হাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
উপরে