প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৪ ১৪:২৮

বানারীপাড়া অগ্নিকান্ডে দু’টি দোকান ভষ্মিভূত

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥
বানারীপাড়া অগ্নিকান্ডে দু’টি দোকান ভষ্মিভূত

বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ধারালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অগ্নিকান্ডে দু’টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ন ভস্মিভূত  ও একটি ক্ষতিগ্রস্থ হয়েছে।

আগুনে ভস্মিভূত মুদি দোকানের মালিক মোঃ আঃ মালেক জানান, তার প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। অন্য দোকানের মালিক মোঃ সাদেক হোসেন জানান, তার দোকানে প্রায় ৩ লক্ষ টাকার মালামাল ছিলো। দোকান দু’টি থেকে কোনো কিছুই বের করা যায়নি দোকানের ভিতর যা ছিলো সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে। ভস্মিভূত দোকান দু’টির লাগোয়া মোঃ খাদেম আলীর দোকানের আংশিক ক্ষতি সাধিত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোর রাতে ধারালিয়া জামে মসজিদের মোয়াজ্জিন গাজী রহমান ফজরের নামাজের আজান দিতে বাড়ি থেকে বের হয়ে মসজিদে যাওয়ার পথে প্রথম আগুন দেখতে পান। তিনি তাৎক্ষনিক মসজিদের মাইকে আগুনের কথা এলাকাবাসিকে অবহিত করেন। তার এ ঘোষনা শুনে প্রথমে সেখানে ছুটে আসেন ওই এলাকার বাসিন্দা সাবেক ফায়ার সার্ভিস লিডার মোঃ মহিদূল আলম এবং তার সাথে আরো তিন চারজন। মহিদুল আলম জানান, তিনি প্রথমেই আগুনের ঘটনা বানারীপাড়া ফায়ার সার্ভিসকে অবহিত করেন এবং পাশের দোকানের ঝাপ ছুটিয়ে ভিতরে প্রবেশ করেন এবং অন্যদের সহযোগিতায় পানি দিতে থাকেন। এসময় সেখানে স্থানীয়রা এসে নিজেদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন, ততক্ষনে দু’টি দোকান সম্পূর্ন ভস্মিভূত হয়ে যায়। অল্প সময়ের মধ্যে সেখানে বানারীপাড়া উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরাও উপস্থিন হন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা (ওয়ার হাউজ ইন্সপেক্টর ) মোঃ লিটন হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে,বিদ্যুতের শর্র্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে মঙ্গলবার সকালে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক ডা. অন্তরা হালদার, বানারীপাড়া থানার ওসি মোঃ মোস্তফা, সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান মাষ্টার, উপজেলা বিএনপির সদস্য সচিব, মোঃ রিয়াজ মৃধা, উপজেলা স্বেচ্ছাছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ আনিছুর রহমান মিলন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মোকাম্মেল হোসেন মোজাম্মেল প্রমুখ ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্থদের সমবেদনা জানান। এসময় বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক ডা. অন্তরা হালদার ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তার জন্য তার বরাবরে আবেদন করার পরামর্শ দেন। 

উপরে