শাজাহানপুরে জাতীয় যুব দিবসে করতোয়া নদী পরিচ্ছন্ন অভিযান
বগুড়ার শাজাহানপুরে জাতীয় যুব দিবসে সেচ্ছাসেবীদের নিয়ে করতোয়া নদী পরিস্কার পরিচ্ছন্ন উদ্যোগ নিয়েছেন উপজেলা প্রশাসন।
শুক্রবার সকাল ৯ টায় নয়মাইল জামালপুর ব্রিজ একাংশ স্থানীয় শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণে ময়লা পরিষ্কার ও অপসারণ করে পুড়িয়ে ফেলা হয়।
উপজেলা যুবউন্নয়ন অফিসার শাহজাহান রেজা সার্বিক ব্যবস্থাপনায় পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম।
এ সময় স্বেচ্ছাসেবী ইমরান হোসেন,যোবায়ের হোসেন,শরিফ আহম্মেদ,তামিম,আরিফ,ফুয়াদ হোসেন,অভি,মারুফ হোসেন সহ স্থানীয় স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা একযোগে তিনঘন্টা ব্যাপী এই অভিযানে অংশ নেন।
উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম বলেন,নদী ও খাল আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। করতোয়া নদী দখলমুক্ত ও পরিষ্কার করতে পারলে এটি বগুড়ার সৌন্দর্য বাড়াবে এবং পরিবেশের জন্যও উপকারী হবে। নদী দূষণ রোধ ও ময়লা-আবর্জনা পরিষ্কার সকলের সচেতনতা ও সহযোগিতা কামনা করেন তিনি।