সৈয়দপুরে ডিএইচএমএস কোর্সের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
গতকাল শুক্রবার (১ নভেম্বর) নীলফামারীর সৈয়দপুরে ডিপ্লোমা-ইন- হোমিওপ্যাথিক মেডিসিন এন্ড সার্জারী (ডিএইচএমএস) কোর্সের ২০২৪-২০২৫ইং প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শহরের নয়াবাজার বাণীচাঁদ সড়কে সৈয়দপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ হাসপাতাল পরীক্ষা কেন্দ্রে ওই পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, এবারেই প্রথমবারের মতো একযোগে সারাদেশের ৬৮টি পরীক্ষা কেন্দ্রে ডিএইচএমএস কোর্সের ২০২৪-২০২৫ইং প্রথম বর্ষের ভতি পরীক্ষা গ্রহন করা হয়। সৈয়দপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক শত জন। এদের মধ্যে ছাত্র ৫১জন এবং ছাত্রী ৪৯জন। তন্মধ্যে গতকাল অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৯৬ জন। অনুপস্থিত ছিলেন চারজন।
বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘন্টাব্যাপী ৬০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহন করা হয়েছে। লিখিত পরীক্ষায় নম্বর বন্টন ছিল বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান ও বিজ্ঞান বিষয়ে প্রতিটিতে ১৫ নম্বর করে। এছাড়াও মৌখিক পরীক্ষা ৩০ ও সনদ মূল্যায়ন ১০ নম্বর রয়েছে।
এবারের ডিএইচএমএস কোর্সের ভর্তি পরীক্ষা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন সৈয়দপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালনা পর্ষদের সদস্য এবং সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে সিনিয়র শিক্ষক ডা. মো. নাছিম রেজা শাহ্। আর কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন সৈয়দপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. বিলকিস বেগম।
গতকাল শুক্রবার ডিএইচএমএস কোর্সের ২০২৪-২০২৫ইং প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে ডিএইচএমএস ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি সৈয়দপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিচালনা পর্ষদের সদস্য ও সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে সিনিয়র শিক্ষক ডা. মো. নাছিম রেজা শাহ্ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা. বিলকিস বেগম তাঁর সঙ্গে ছিলেন।
সৈয়দপুর হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. বিলকিস বেগম জানান, এবারেই প্রথমবারের মতো একযোগে সারাদেশের ৬৮টি পরীক্ষা কেন্দ্রে ডিএইচএমএস কোর্সের ২০২৪-২০২৫ইং প্রথম বর্ষের ভতি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তাঁর প্রতিষ্ঠানে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।