প্রকাশিত : ২ নভেম্বর, ২০২৪ ১৪:৫৭

সৈয়দপুরে জাতীয় যুব দিবস পালিত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সৈয়দপুরে জাতীয় যুব দিবস পালিত

গতকাল শুক্রবার সারাদেশের মতো নীলফামারীর সৈয়দপুরে জাতীয় যুব দিবস - ২০২৪ পালিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে সৈয়দপুর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর উপজেলা প্রশাসনের সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালি, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণের সনদপত্র ও যাতায়াত ভাতা প্রদান এবং আলোচনা সভার আয়োজন করে।

সকাল সাড়ে নয়টায় সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় যুব দিবসের এবারের প্রতিপাদ্য “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” ওপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নুর-ই -আলম সিদ্দিকী।

সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জনি রানা’র সঞ্চালনায় আলোচনায় সভায় স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মাহফুজার রহমান চৌধুরী। সভার শুরুতেই যুব ও যুব মহিলাদের যুব দিবসের ওপর এক শপথ বাক্য পাঠ করানো হয়। ওই শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মো. নুর-ই-আলম সিদ্দিকী ।

এতে সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মোরশেদুল আলম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, প্রশিক্ষিত যুব ও যুব নারীরা উপস্থিত ছিলেন। পরে গাভী পালন, গরু মোটাতাজাকরণ ও মৎস্য চাষের জন্য ১০ জন প্রশিক্ষিত যুব ও যুব নারীকে ৫০ হাজার টাকা করে মোট  পাঁচ লাখ টাকার ঋণের চেক বিতরণ করা হয়েছে। এছাড়াও অনুষ্ঠানে ৯০জন যুব ও যুব নারীকে সাত দিনব্যাপী গাভী পালন ও গরু মোটাতাজাকরণ প্রশিক্ষণের জন্য সনদপত্র ও যাতায়াত ভাতা প্রদান করা হয়।  অনুষ্ঠানের প্রধান অতিথি প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের হাতে যুব ঋণের চেক, সনদপত্র ও যাতায়াত ভাতার  ছয় শত টাকা করে নগদ অর্থ তুলে দেন।

এর আগে জাতীয় যুব দিবস -২০২৪ উপলক্ষে সৈয়দপুর উপজেলা পরিষদের পুরাতন ভবনের সামনে চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপজেলা যুব উন্নয়ন অধিপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিপুল সংখ্যক যুব ও যুব নারীরা অংশ নেন।

 

উপরে