হাকিমপুরে জাতীয় যুব দিবস ও ঋণের চেক বিতরণ
দিনাজপুর প্রতিনিধিঃ
"দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে, দিনাজপুরের হাকিমপুরে জাতীয় যুব দিবস-২০২৪ আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় যুব দিবস উপলক্ষে উপজেলা যুব অফিসারের আয়োজনে বর্ণাঢ্য র্রালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার, অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
এসময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন সংস্থা অফিসার আব্দুস সালাম শাহ, যুব সহকারী অফিসার রবিউল ইসলাম, পরিবার পরিকল্পা অফিসার তাহিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মেজবাহুল ইসলাম, সমাজ সেবা অফিসার মাসুদ রানা, সহকারি প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, হিসাব রক্ষক অফিসার সফিকুর রহমান।
শেষে উপজেলার ২৩ জন প্রশিক্ষন প্রাপ্ত পুরুষ ও মহিলাদের ২৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।