প্রকাশিত : ৪ নভেম্বর, ২০২৪ ১৪:১৪

শাজাহানপুরে ধর্মীয় অবমাননার অভিযোগ যুবউন্নয়ন কর্মকর্তাকে শোকজ

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:
শাজাহানপুরে ধর্মীয় অবমাননার অভিযোগ যুবউন্নয়ন কর্মকর্তাকে শোকজ

বগুড়ার শাজাহানপুরে ধর্মীয় অবমাননার অভিযোগে উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজাকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন।
রবিবার উপজেলা প্রশাসন থেকে এ তথ্য নিশ্চিত করেন।উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে আগামী তিন কর্মদিবসের মধ্যে স্পষ্ট কারণ উল্লেখ করে শোকজ জবাব দিতে বলা হয়েছে। 

অভিযুক্ত উপজেলা যুবউন্নয়ন অফিসার শাহজাহান রেজা তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ইসলাম ধর্মের "আলহামদুলিল্লাহ" সম্পর্কে আপত্তিকর পোস্ট করেন। তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন "ইদানিং সবচেয়ে ভয়ংকর শব্দ আলহামদুলিল্লাহ"।তিনদিন আগে করা মন্তব্যটি জানাজানি হলে উপজেলা ধর্মপ্রিয় এলাকাবাসী, শিার্থীরা সমালোচিত বিতর্কিত যুব কর্মকর্তার শাস্তির দাবি করেন।এক পর্যায়ে সেই বিতর্কিত যুব কর্মকর্তা ফেসবুক থেকে পোস্ট ডিলিট করে মা প্রার্থনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম বলেন,ধর্মীয় অনুভুতিতে আঘাতজনিত কারণ ও চাকরি বিধি বহির্ভূত কর্মকান্ডের অভিযোগে উপজেলা যুবউন্নয়ন অফিসার শাহজাহান রেজাকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি দেওয়া হয়েছে।

 

উপরে