কাহালুতে হত্যা মামলার আসামী গ্রেফতার
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ
মঙ্গলবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলার নারহট্র ইউনিয়নের বিবিরপুকুর এলাকা থেকে লহরাপাড়া গ্রামের আব্দুল বাছেদ হত্যা মামলার ৮ নম্বর এজাভূক্ত আসামী আব্দুল খালেক (৪৪)কে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যবৃন্দ। আব্দুল খালেক কাহালু উপজেলার শিলকওড় গ্রামের নছির উদ্দিনের পুত্র।
উল্লেখ্য যে. গত ২৯ সেপ্টেম্বর রাতে মুদি দোকানে আব্দুল বাছেদ গলা কেটে হত্যা করেন দৃর্বৃত্তরা।
গত ১০ অক্টোবর আব্দুল বাছেদের পুত্র ওমর আলী বাদী হয়ে ১১ জনকে আসামী করে কাহালু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র্যাব-১২ এর সদস্যবৃন্দ মঙ্গলবার সন্ধ্যায় হত্যা মামলার আসামী আব্দুল খালেককে কাহালু থানায় হাস্তান্তর করেছেন।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান শাহীন জানান, আসামীকে র্যাব-১২ এর সদস্যবৃন্দ হাস্তান্তর করেছেন।