সৈয়দপুরে বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

নীলফামারীর সৈয়দপুরে বাজারদর নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে ২০ হাজার জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১ টা থেকে বেলা ২ টা পর্যন্ত শহরের কয়েকটি স্থানে ওই পরিচালনা করে উল্লিখিত পরিমাণ অর্থ জরিমান আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালাক শামসুল আলমের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়েছে।
জানা গেছে, বাজারদর নিয়ন্ত্রণে গঠিত নীলফামারী জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা সৈয়দপুর শহরের অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষন আইন অনুযায়ী যথাযথভাবে পণ্যসামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন না করায় শহরের শহীদ জহুরুল হক সড়কে ফারিয়া ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে ১০ হাজার টাকা, কাঁচা সবজির সঙ্গে হোটেলের খাবার সংরক্ষণ এবং পচা ও বাসি খাবার পরিবেশন করায় দায়ে শহরের শহীদ ডা. জিকরুল হকে সড়কের শাহ হোটেল ও নিরিবিলির মালিকের সাত হাজার টাকা এবং ক্রয় রশিদ না থাকায় গাউসিয়া মুরগির আড়তকে তিন হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বাজারদর নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্সের সদস্য নীলফামারী কৃষি বিপণন কেন্দ্রের এরশাদ আলম খান, কনজ্যুমারস্ এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নীলফামারী জেলার সভাপতি গওহর জাহাঙ্গীর রুশো, ছাত্র প্রতিনিধি মো. ইসমাইল হোসেন, গোলাম আযম ও জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে , জেলা বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযানের খবর আগেভাগে পেয়ে শহরের অনেক ব্যবসায়ী তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে সটকে পড়েন।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালাক শামসুল আলম বলেন, এ ধরণের অভিযান নিয়মিত পরিচালনা অব্যাহত থাকবে।