সৈয়দপুরে উদ্যোক্তা মিলন মেলা অনুষ্ঠিত

শনিবার নীলফামারীর সৈয়দপুরে উদ্যোক্তা মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক মুক্তি, টেকসই উন্নয়ন, মানবসম্পদ ও আত্মকর্মসংস্থানে উৎসাহ তৈরিতে সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরামের প্রতিষ্ঠাতা প্রভাষক শিউলি বেগম উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের পার্বতীপুর রোড়স্থ ড্রিম প্লাস হোটেল এন্ড রিসোর্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরামের প্রতিষ্ঠাতা ও সৈয়দপুর মহিলা ডিগ্রী মহাবিদ্যালয়ের প্রভাষক শিউলি বেগম।
এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর -ই- আলম সিদ্দিকী, সৈয়দপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক জনসমস্যা পত্রিকার সম্পাদক প্রভাষক শওকত হায়াৎ শাহ, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) আতিয়ার রহমান বাড্ডা, সাংবাদিক এম আর আলম ঝন্টু, এমকে আনোয়ার হোসেন মুন্না, আশরাফুল হক লিপটন ও বীথি জামান প্রমুখ।
শেষে ৩৭জন উদ্যোক্তাকে সম্মাননা দেয়া করা হয়েছে। এতে সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরামের পক্ষ থেকে উদ্যোক্তাদের একটি করে ক্রেস্ট প্রদান হয়।
সৈয়দপুর ওমেন্স ই-কমার্স ফোরামের প্রতিষ্ঠাতা প্রভাষক শিউলি বেগম বলেন, নতুন নতুন উদ্যোক্তা তৈরি, তাদের পরিচিতি, উদ্যোক্তা উন্নয়ন সমিতি তৈরি ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের উদ্যোগে এ উদ্যোক্তা মিলন মেলার আয়োজন করা হয়।